খাদিম নগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে সমাজ সেবক নরুল আমিন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

খাদিম নগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে সমাজ সেবক নরুল আমিন
করোনা ভাইরাসের সংক্রমণ কারণে থমকে গেছে পুরো দুনিয়া। ফলে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দিনমজুর মানুষেরা।
এই অসহায় মানুষের পাশে মহতী উদ্যোগ নিয়ে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও গোধূলি সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মো.নরুল আমিন ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উমদার পাড়া,মহালদিক,ধুপাগুল,
কাকুয়ারপাড়,কাটাদিকা,নাকচাপড়া,ছইলতাগুল,ধাপনা টিলা,আটকিয়ারী, ভবাইর বাড়ী, মোড়ার গাওঁ, কোশাল গ্রামসহ ৭৫০ দরিদ্র পরিবারের মাঝে ৬ দিন থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, আলু, খাজুর, চানা,চানার ডাল তেল।
এসময় তিনি বলেন- দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখে হাসি। তাই সমাজের বিত্তশালীদের এবং তার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান ।
তিনি আরও বলেন, ধুপাগুল গ্রামের একঝাক তরুন যুবক যাদের অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে ৯ দিন থেকে খাদ্য সামগ্রী মানুষের মাঝে পৌঁছে।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, পাথর সমিতির সাংগঠনিক সম্পাদক জয়নুল হক,
গোধূলি সমাজ কল্যাণ সংস্থার , সিনিয়র সহ সভাপতি কবির, ইনসাফ ভিলেজে ডেপলাবমেন্ট ইয়োথ ফর সোসাইটির সভাপতি নজরুল ইসলাম, কুশাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধির বাবু, ম্যানেজিং কমিটির সদস্য রিপন আহমেদ,নাকচাপরা প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য , কাকুয়ার পাড়ের মুরুব্বি মো. নাজমুল ইসলাম আব্দুল মতিন,
ধুপাগুল গ্রামের একঝাক তরুন যুবক,ঈসমাইল হোসেন, রাজন আহমদ, নজরুল ইসলাম, জুবের আহমেদ, লোকমান হোসেন, সালাউদ্দিন আহমেদ,ইরন শাহ, জাবের আহমেদ,
শুয়েব আহমেদ,আমির হোসেন,রাজু হোসেন,শিমুল আহমেদ, আলী আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল