খালেদা জিয়ার মুক্তি ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সিলেট যুবদলকে প্রস্তুত করা হচ্ছে : পাপলু

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

খালেদা জিয়ার মুক্তি ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সিলেট যুবদলকে প্রস্তুত করা হচ্ছে : পাপলু

জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সাথে সিলেট জেলা যুবদল এর প্রতিনিধি টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সদস্য ময়নুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য এড. আব্দুল্লাহ আল মামুন হিরার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য আখতার আহম, আনোয়ার হোসেন রাজু, অলি চৌধুরী, জি এম বাপ্পি, আব্দুস শাকুর, কবির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে পাপলু বলেন, সিলেট জেলা যুবদলকে খালেদা জিয়ার মুক্তি ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তৃনমূলে প্রস্তুত করা হচ্ছে। আগামীর নেতৃত্ব গঠনে ত্যাগী, হামলা-মামলা ও পরিক্ষিত সৈনিকদের মাধ্যমে গঠন করা হবে। দলের এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ব হয়ে রাজপথে নামতে হবে। যুবদলকে আগামীর আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করতে হবে।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা মাছুম আহমদ, সাহেদ আহমদ, ছালিক আহমদ, তাজ উদ্দিন, কাওছার আহমদ, কামাল আহমদ, সেলিম আহমদ, শাব্বির আহমদ রনি, সামাদ আহমদ, আলম আহমদ দুলাল আহমদ, এস রহমান সায়েফ, আনোয়ার শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল