২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
একের পর এক খুন ও ধর্ষণে উদ্বিগ্নে হয়ে পড়েছেন মৌলভীবাজারবাসী। ওই ঘটনা দু’টির রেশ এখনো কাটছে না জেলাবাসীর। তাই ঘটনার আদ্যোপান্ত নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা আর চুলচেরা বিশ্লেষণ। পৃথক দু’টি আলোচিত ঘটনায় ১১ জন নিহত হওয়ায় মৌলভীবাজার জেলাজুড়ে চলছে তোলপাড়। ১৯শে জানুয়ারি জেলার বড়লেখার পাল্লাথল চা বাগানে ঘাতকসহ খুন হন ৬ জন। আর ২৮ জানুয়ারি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে একটি দোকানের অগ্নিকাণ্ডে নিহত হন ৫ জন।
এছাড়াও এক যুবককে তুলে নিয়ে খুন, একাধিক সড়ক দুর্ঘটনা, কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই বান্ধবীকে গণধর্ষণসহ গেল জানুয়ারি মাসজুড়ে ছিল একের পর এক আলোচিত ঘটনা। ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলো নিয়ে এখন এ জেলার বাসিন্দাদের রেশ কাটছে না উদ্বেগ উৎকণ্ঠার। জেলা জুড়ে সর্বত্রই ঘুরে ফিরে আলোচনার প্রসঙ্গ হচ্ছে এই ভয়ঙ্কর ও ভয়াবহ ঘটে যাওয়া ঘটনাগুলো।
অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
মৌলভীবাজার শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ৫ জন পুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন। ঘটনাটি ঘটেছে ২৮শে জানুয়ারি সকালে সাড়ে ১০টার দিকে। মৌলভীবাজার শহরের ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এম. সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে। ওই ঘটনার পর আশপাশের ব্যবসায়ীসহ পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ রেখে অগ্নিনির্বাপণ কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন স্থানীয়রা।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান দোকানের সঙ্গে সংযুক্ত উপরে বাসার গ্যাস লাইনের গ্যাস লিংক অথবা বিদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এ ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে পৃথক পৃথক ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উদ্ধারকারী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান মুহূর্তে আগুন দোকান ও বাসার চতুর্দিকে ছডিয়ে পড়ে। আগুনে ৫ জন নিহত হন। নিহতরা হলেন- সুভাষ রায় (৬৫) তার ভাই ওই ঘটনায় আহত মনা রায়ের স্ত্রী দীপ্তি রায় (৪৫), সুভাষ রায়ের মেয়ে পিয়া রায় (১৯), সুভাষ রায়ের শ্যালক সজল রায়ের স্ত্রী দীপা রায় (৪৫) ও মেয়ে বৈশাখী রায় (২ বছর ৮ মাস)। ওই ঘটনায় গুরুতর আহত মনা রায় এখন সুস্থ।
বড়লেখায় ৬ চা শ্রমিক খুন
বড়লেখার পাল্লাথল চা বাগানে স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নির্মল কর্মকার নামের এক চা শ্রমিক। ওই দিন ঘটনার খবর শোনেই ঘটনাস্থলে আসেন বিজিবি, পুলিশ, র্যাব, পিবিআই পুলিশ ও সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা। সীমান্তবর্তী পাহাড়ি নির্জন এলাকায় এই প্রথম নির্মম লোমহর্ষক এই ঘটনায় এখনো জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান পাল্লারথল টিলা লাইনের নির্জন ওই বাড়িতে বসবাস ছিল বিষ্ণু বুনার্জী ও বসন্ত ভক্তার পরিবারের। বিষ্ণু বুনার্জীর পরিবারের সদস্য ৪ জন আর বসন্ত ভক্তার পরিবারের সদস্য ৩ জন। বিষ্ণু বুনার্জীর দুই মেয়ের মধ্যে জলি বুনার্জী তার স্বামী নির্মল কর্মকার, মা লক্ষ্মী বুনার্জী ও চন্দ্রনাকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। নির্মল ও জলি দু’জনরেই এটি ছিল ২য় বিয়ে। প্রায় বছর খানেক আগে তাদের বিয়ে হয়।
এলাকাবাসী জানায়, নির্মল অনেকটা মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত ছিল। ১৯শে জানুয়ারি ভোরের দিকে প্রতিবেশীরা ওই বাড়ি থেকে চিৎকার শোনে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। বসন্তের ঘরে নির্মলের ঝোলানো লাশ ও তার স্ত্রী জলির রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পাশের ঘরে বসন্ত, তার মেয়ে শিউলী ও নির্মলের শাশুড়ি লক্ষ্মীর লাশ পড়ে থাকে। আর মুমূর্ষু আহত অবস্থায় ছিলেন বসন্তের স্ত্রী কানন। আর প্রাণে বেঁচে যাওয়া জলির মেয়ে চন্দ্রনা (১০)। কানন ভক্তাও ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। এই ঘটনায় পৃথক দু’টি মামলার তদন্ত কাজ চলছে।
যুবককে তুলে নিয়ে খুন
মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় আগের শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা (৩২) নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২১শে জানুয়ারি সকাল ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল উঠতি সন্ত্রাসী গ্রুপ পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শ্ববর্তী বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরস্থ তার বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো আস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। এই হত্যা কাণ্ডের ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বান্ধবীসহ কলেজছাত্রীকে গণধর্ষণ
কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বান্ধবীসহ গণধর্ষণের শিকার হয়েছেন। জানা যায়, ওইদিন বিকালের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রী (১৮) ও তার বান্ধবী (২০) ওঠেন। কিছুক্ষণ পর যাত্রীবেশে চারজন ছেলে দুই বান্ধবীর হাত ও মুখ বেঁধে শহরের ওয়াপদা এলাকার পেছনে একটি ঝোপে নিয়ে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করে। অবশ্য পুলিশ ধর্ষকদের আটক করে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় শেরপুর এলাকা ২ জন নিহতসহ জেলাজুড়ে কয়েকটি দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারান। আর ঘটে একাধিক ধর্ষণের ঘটনাও।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D