খেলাধুলা জীবনকে সুন্দর ও সমৃদ্ধশীল করে : মস্তাক আহমদ পলাশ

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

খেলাধুলা জীবনকে সুন্দর ও সমৃদ্ধশীল করে : মস্তাক আহমদ পলাশ

কানাইঘাট প্রতিনিধি
পল্লি অঞ্চলের বহুপ্রত্যাশিত মাসব্যাপী দাবাধরনীরমাটি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপি’র দাবাধরনীর মাটি সংলগ্ন মাঠে প্রবাসী কমিউনিটি নেতা শহিদুল হকের ব্যবস্থাপনায় এ আসরের পর্দা উঠেছে। খেলা পরিচালনা কমিটির সভাপতি হাজী মখদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য শাহিকুল আলমের পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীহট্র মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতবাঁক ইউপি’র সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তিনি আরো বলেন, খেলাধুলা দেশের জন্য একান্তভাবে প্রয়োজন। যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের ছেলে-মেয়েদেরকে সম্পৃক্ত রাখতে পারবো তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে অনেক বেশি শক্তিশালী করে গড়ে তুলে। প্রধান উদ্বোধক হিসাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষাণা করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপি’র চেয়ারম্যান আব্দুল মান্নান। এসময় উপদেষ্টা পরিষদের সকল নেতৃবৃন্দ সহ খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনীয় টুর্নামেন্টে সড়কের বাজার একাদ্বশের মেখাবেলা হয় চরিপাড়া মুনলাইট ফুটবল দল। এতে নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল করতে ব্যর্থ হলে ফুটবলের বিধি অনুযায়ী ট্রাইবিগারের মাধ্যমে ৩-১ গোলে চরিপাড়া মুনলাইট ফুটবল দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ট নিশ্চিত করে সড়কের বাজার একাদ্বশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল