খেলাধুলা পারস্পারিক বন্ধনেরও একটি সূত্র  পলাশ

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

খেলাধুলা পারস্পারিক বন্ধনেরও একটি সূত্র  পলাশ

কানাইঘাট প্রতিনিধিঃ
ফুটবল শুধু খেলা নয়, এটি পারস্পারিক বন্ধনেরও একটি মাধ্যম। খেলাধুলার মাধ্যমে নতুন নতুন এলাকার সাথে যেমন পরিচিতি লাভ করা যায় তেমনি ইহা একে অন্যের সাথে পারস্পারিক বন্ধনেও আবদ্ধ করে নেয় সহজে। সেজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অবশ্যই প্রয়োজন। গত শুক্রবার বিকাল ৪টায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপি’র বল্লীরপাড় মাঠে সেভেন ষ্টার স্পোটিং ক্লাবের সৌজন্যে আয়োজিত মিডবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনীয় ম্যাচে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মস্তাক আহমদ পলাশ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দিন, ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মুবশি^র আলী চাচাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুর, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আম্বিয়া, ইকবাল আহমদ, আনোয়ার হোসেন প্রমূখ। উদ্বোধনীয় ম্যাচে পাশর্^বর্তী জৈন্তাপুর উপজেলার সূর্য দিগন্ত স্পোটিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে কানাইঘাট উপজেলার শেখ রাসেল স্পোটিং ক্লাব।

ফেসবুকে সিলেটের দিনকাল