খেলাধুলা মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে: লোকমান আহমদ

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

খেলাধুলা মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে: লোকমান আহমদ

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও সহ-সভাপতি বর্তমান মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ বলেছেন, খেলাধুলা মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমা লালাবাজারে বাহাপুর মিনি ফুটবল লীগে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলতাব হোসেন মখন, ফজর আলী, সাবেক জেলা ছাত্র লীগের সদস্য নজরুল ইসলাম, আজিজুল ইসলাম জেলা ছাএদল নেতা, হুমায়ুন রশীদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল