খেলা দেখাতে ফেসবুক-আইসিসি চুক্তি

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

খেলা দেখাতে ফেসবুক-আইসিসি চুক্তি

ফেসবুকের মাধ্যমে ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে আইসিসি। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

আগামী ৪ বছরের জন্য ফেসবুকের সঙ্গে এই চুক্তি করে আইসিসি। বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। এ সময় আইসিসির সব বড় ইভেন্টের ক্রিকেট ম্যাচ ফেসবুকে দেখা যাবে বলে জানা গেছে।

এদিকে এমন উদ্যোগে উচ্ছ্বসিত আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী মানু সাহ্নে সংবাদমাধ্যকে বলেন, ‘ক্রিকেট পরিবারের সঙ্গে আমরা ফেসবুকের সংযোগ ঘটাতে পেরে আনন্দিত। ক্রিকেটে এবারই প্রথমবার এলো ফেসবুক। বহুল জনপ্রিয় খেলা এবং অনেক প্রচলিত সামাজিকমাধ্যমের মেলবন্ধন দেখে ভালো লাগছে। নিলামে আমরা অনেকেরই আগ্রহ দেখতে পেয়েছি। সবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসে। ফেসবুকের মাধ্যমে ক্রিকেট আরও বেশি ছড়িয়ে পড়বে বলে আমাদের বিশ্বাস।’

এ চুক্তিতে উচ্ছ্বসিত ফেসবুকও। ভারতে ফেসবুক ম্যানেজমেন্টের সহ-সভাপতি এবং ম্যানেজিং ডিরেক্টর অজিত মহান বলেন, ‘আইসিসির সঙ্গে জুটি গড়তে পেরে আমরা আনন্দিত। ফেসবুকে এখন ক্রিকেট দেখা যাবে, এটা দারুণ একটি মুহূর্ত হবে। নতুন প্রজন্মের দর্শকের কাছে ক্রিকেটকে পৌঁছাতে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।’

এ চুক্তির ফলে আগামী ৪ বছরে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০), পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০), নারী ক্রিকেট বিশ্বকাপ (২০২১) এবং পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি খেলা টিভির পর্দা ছাড়াও (২০২৩) এখন ফেসবুকের মাধ্যমে দেখা যাবে ।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল