‘খেলা হবে’-র উত্তরে মোদি বললেন, ‘এবার খেলা শেষ হবে’

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

‘খেলা হবে’-র উত্তরে মোদি বললেন, ‘এবার খেলা শেষ হবে’

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে মানুষের মুখে মুখে এখন ‘খেলা হবে’ স্লোগান। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও প্রায়ই নির্বাচনী প্রচারণায় ‘খেলা হবে’ বলে থাকেন। এবার এই স্লোগানের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘এবার খেলা শেষ হবে’। আজ বৃহস্পতিবার পুরুলিয়ায় ‘খেলা হবে’ স্লোগান নিয়েই খেলে গেলেন মোদি। এর আগে ব্রিগেডের সমাবেশে ‘দিদির খেল খতম’ বলেছিলেন মোদি। গত লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারণায় এসে প্রতিটি বক্তৃতায় মোদি নিয়মিত সুর করে মমতাকে ‘দিদি-ই-ই-ই’ বলে সম্বোধন করেছিলেন। সেই সুর তিনি আবার ফিরিয়ে এনেছেন আজ বৃহস্পতিবার পুরুলিয়ায়। বারবার সুর টেনে ‘দিদি’ বলে তুললেন ‘খেলা হবে’ স্লোগানের কথা। এক নিশ্বাসে বললেন, ‘দিদি বলেন, খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। বিজেপি বলে শিক্ষা হবে। নারীদের উত্থান হবে। বিজেপি বলে যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে।’ একটু দম নিয়েই ফের ‘দিদি-ই-ই-ই’ সুর টেনে বলতে থাকেন, ‘দিদি ও দিদি! ১০ বছর পশ্চিবঙ্গে ভাইবোনেদের চিন্তার খেলা খেলেছেন। এবার তার অবসান হবে পশ্চিমবঙ্গে। এবার খেলা শেষ হবে! নন্দীগ্রামে প্রচারণায় মমতা চোট পেয়ে আহত হয়েছেন। এ ঘটনায় পর বৃহস্পতিবারই প্রথমবার পশ্চিমবঙ্গে আসেন মোদি। ওই ঘটনার পর মমতা হাসপাতালেও ভর্তি হলেও প্রধানমন্ত্রী কোনো বার্তা দেননি। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে মমতার অভিযোগকে ‘নাটক’ বলে আখ্যা দেওয়া হয়েছিল। তবে মোদি কটাক্ষের পথে হাঁটেননি। তিনি বলেন, ‘দিদির চোট লেগেছে। আমরাও চিন্তা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল