সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
ঝিনাইদহ সংবাদদাতা:
কনকনে শীত উপেক্ষা করে পুলিশের দল চাতালপল্লীর ঘরে ঘরে গিয়ে আবার কখনো লাইনে দাঁড় করিয়ে শীতার্তদের হাতে হাতে দিলেন উষ্ণতার ছোঁয়া কম্বল। ঝিনাইদহের শৈলকুপায় শক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ পুলিশের আগমনে শ্রমজীবি, অসহায় দুস্থ মানুষগুলি প্রথমে হকচকিয়ে গেল। কেউ কেউ ভয়ের কথা জানালো, তারপর স্বয়ং ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামানের হাতে কম্বল দেখে পরক্ষনেই নিজেদের সামলে নিলেন দুস্থ্য মানুষগুলো।
পুলিশের দলগুলির হাতে হাতেও কম্বলের বান্ডিল। বার চোখেমুখে এই তীব্র শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই দেখা গেল আনন্দের ঝলক। কবিরপুরে চাতাল পল্লীর পরে শহরের ৩রাস্তা মোড়ের ভ্যান চালক, রাস্তার ধারের ছিন্নমুল মানুষ, চৌরাস্তা মোড়ের দোকানী সবার হাতে হাতে পৌঁছে দেয়া হলো উন্নতমানের কম্বল। শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধা বাদ গেল না কেউ।
সেসময় পুলিশ সুপার বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। প্রচন্ড শীতের কারণে রাতে রিক্সা চালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, রেল স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। কম্বল বিতরনের সময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি