১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
এজেন্সি: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি আয়োজনে: এইচ ডি ইমন মডেল : সুফিয়ান,রাফি ষ্টাইলিং এন্ড ডিরেক্সন: মোঃ সুফিয়ান আলী পোশাক : বিন্দু বাংলাদেশ লিঃ ছবি : জুবেল চৌধুরী মেকওভার: রিজান আহমেদ রুমেল শীত পেরিয়ে চলে এসেছে গরম। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীদের অন্য সব অভ্যাসের পাশাপাশি পোশাক-আশাকেও আসে নানা পরিবর্তন। কেননা পোশাক মানুষের যেমন ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম, তেমনি এটি আপনাকে পুরোদিন ভালো রাখারও একটি উপায়। পোশাকের মাধ্যমে যেমন আপনি কতটা স্মার্ট তা প্রকাশ পায়, তেমনি আপনি কতটা স্বস্তিতে আছেন তা-ও বোঝা যায়। তাই গরমে স্বস্তি দিতে পারে এমন পোশাকই পরা উচিত। গরমের কথা মাথায় রেখে সবাই চান আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক পরতে। আরামদায়ক পোশাকের জন্য কেউ কেউ ঢুঁ মারছেন ফ্যাশন হাউসগুলোতে, কেউ আবার টেইলার্সের দোকান থেকে তৈরি করে নিচ্ছেন সুতি কাপড়ের পোশাক। কিন্তু প্রকৃত অর্থে কেমন হওয়া উচিত গরমের পোশাক? এ নিয়ে প্রায়ই দ্বিধা-দ্বন্দ্বে থাকেন অনেকে। তাই এবারের আয়োজনে থাকছে গরমে পোশাকের প্রস্তুতি কেমন হওয়া চাই। ফ্যাশনের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে পোশাক বাছাই করার আগে অবশ্যই সেটি আবহাওয়া উপযোগী কিনা-এ বিষয়টি মাথায় রাখতে হবে। গরমের দিনে পোশাক অবশ্যই হতে হবে আরামদায়ক। এ গ্রীষ্মে ছেলেদের পোশাক কেমন হবে সেইসঙ্গে বাজারে কেমন কালেকশন রয়েছে সেসব বিষয় একটু জেনে নিন। গরমের উপযোগী পোশাক বলতে প্রথমেই আসে কটন বা সুতি কাপড়ের কথা। আজকাল ফ্যাশন হাউসগুলোতে ছেলেদের জন্য সুতি কাপড়ের বিভিন্ন ধরনের শার্ট পাওয়া যায়। এসময়ের ফ্যাশনে বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, সুবোরি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক ইত্যাদির মাধ্যমে ডিজাইন করা প্রচুর শার্ট পাওয়া যাচ্ছে। এসব শার্ট ক্যাজুয়াল হিসেবেও যেমন ব্যবহার করা যাবে, তেমনি ফর্মাল হিসেবে ব্যবহার করতে পারেন। এ শার্টগুলো গরমে আরামের পাশাপাশি ফ্যাশন হিসেবেও চমৎকার। জিওম্যাট্রিক, ফ্লোরাল, লাইন, বিভিন্ন ফর্ম ব্যবহার করে এসব শার্টে ফুটিয়ে তোলা হয়েছে নানা ডিজাইন। সুতি ভয়েল কাপড়ের শার্ট এ মৌসুমে খুবই আরামদায়ক। আরেকটু আরামদায়ক হতে পারে হাফ হাতা শার্ট। রঙ হিসেবে গরমে বেছে নিতে পারেন নীল, ধূসর, সাদা, অফহোয়াইট, মেরুন ইত্যাদি। তবে হালকা রঙই গরমে বেশি মানানসই। যে কোনো পার্টিতে বেছে নিতে পারেন সুতি পাঞ্জাবি। এছাড়া গরমের আরও একটি পোশাক টি-শার্ট। মূলত সুতি কাপড়ে তৈরি টি-শার্টের প্যাটার্ন, ডিজাইন রঙে যে কত ধরনের বৈচিত্র্য রয়েছে সে কথা বলে শেষ করা যাবে না। ক্যাজুয়াল পোশাক হিসেবে টি-শার্টও বেছে নিতে পারেন অনায়াসে। কোথায় পাবেন বিন্দু বাংলাদেশ লিঃ সারা দেশে সব কয়টি শো রুমে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D