১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১
স্বাস্থ্যবিধি মেনেই গাছতলায় ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষক। সোমবার বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে গাছতলায় ক্লাস নেন শিক্ষকরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন মিডিয়া ও শিক্ষাখাতের ওপর ক্লাস নেন। ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ ক্লাস নেন।
সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মঙ্গলবার বেলা ১১টায় একই স্থানে ক্লাস নেওয়ার ঘোষণাও দিয়েছেন ওই শিক্ষকরা।
এদিকে ক্লাস থেকে দাবি জানানো হয়, দেশে সবকিছু স্বাভাবিক চলছে, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সমর্থনযোগ্য নয়, তাই অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।
এর আগে গত শনিবার রাতে স্বশরীরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাস নেওয়ার ঘোষণা দেন রাবির ওই তিন শিক্ষক। এরপর থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানাতে থাকেন এবং সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।
SR
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D