১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ (বিপিএম, পিপিএম) বলেছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। এ প্রতিকূল অবস্থা থেকে পরিত্রাণ পেতে গাছ রোপণের কোন বিকল্প নেই।
তিনি বলেন- গাছ থেকে আমরা নির্মল অক্সিজেন পেয়ে বেঁচে থাকি। তাই গাছ নিধনে ব্যস্ত না থেকে রোপণে ব্যস্ত থাকুন। এলাকার যে কোন খালি জায়গা থাকলেই বৃক্ষ রোপণ করতে আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা থেকে সুটকী নদী পর্যন্ত, উপজেলার ৮নং কুড়শা খাগাউড়া ইউনিয়নে পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণ ও পুলিশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী অফিস এবং ব্যারাক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ সুপারের উদ্যোগে সড়কের ফাঁকা জায়গাগুলোতে ২৫০টি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ‘একসময় হবিগঞ্জে খুব গ্রাম্য-দাঙ্গা হতো। এতে করে অনেক হতাহতের ঘটনা ঘটতো। আমি প্রাণপণ চেষ্টা করেছি গ্রাম্য দাঙ্গা ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে এবং শিক্ষাকে এগিয়ে নিতে।’
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, ১০ নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, এশিয়ান টিভির বানিয়াচং প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ (বিপিএম, পিপিএম) ২৫০টি বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণচুড়া, রেইনটি কড়ই, কাঞ্চন, চাম্বল ও সুপারি গাছ প্রভৃতি রোপণ করা হয়। বৃক্ষরোপণের পর কুরশা খাগাউড়া গ্রামের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D