২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের ৪২তম জন্মদিন ছিল সোমবার। ৪২ বছরে পা দেয়া ক্যারিবীয় এই তারকাকে সম্মান জানিয়ে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর জ্যামাইকার কিংসটনে জন্মগ্রহণ করেন গেইল। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টরেন্টোতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার।
গত ২১ বছরে জাতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে আর ৫৮টি টি-টেয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। জাতীয় দলের হয়ে সবমিলে ৪৬২ ম্যাচে ৪২টি সেঞ্চুরি আর ১০৪টি ফিফটির সাহায্যে ১৯ হাজার ৩২১ রান করেন তিনি।
শুধু তাই নয়, ওয়ানডে বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। টেস্টে ট্রিপল সেঞ্চুরি (৩৩৩) রয়েছে তার।
জাতীয় দলের চেয়েও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেশ জনপ্রিয় ক্রিস গেইল। ক্রিকেট বিনোদনের ফেরিওয়ালা হিসেবে পরিচিত গেইল ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় ৪০৪ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ২২টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ১৩ হাজার ২৯৬ রান সংগ্রহ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D