গেইল-রাহুলের ব্যাটিং তাণ্ডব, পাঞ্জাবের সংগ্রহ ১৭৯

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

গেইল-রাহুলের ব্যাটিং তাণ্ডব, পাঞ্জাবের সংগ্রহ ১৭৯

স্পোর্টস ডেস্ক ::
লোকেশ রাহুল ও ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবের পরও ১৭৯ রানে ইনিংস গুটাল পাঞ্জাব কিংস। ৫৭ বলে ৯১ রান করেন রাহুল। ২৪ বলে ৪৬ রান করেন গেইল।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ১৪তম আসরের ২৬তম ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে দলীয় ১৯ রানে উইকেট হারায় পাঞ্জাব।

এরপর ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তুলেন অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটে ৪৫ বলে তারা গড়েন ৮০ রানের জুটি। ১০.৪ ওভারে এক উইকেটে ৯৯ রান করে দুইশো ছুঁই ছুঁই স্কোর গড়ার জোর সম্ভাবনা জাগিয়ে ছিল পাঞ্জাব। এরপর ২৪ বলে মাত্র ১৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রীতি জিনতার দলটি।

২৪ বলে ৬টি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফেরেন ক্রিস গেইল। শূন্য রানে আউট হন নিকোলাস পুরান ও শাহরুখ খান। ৫ রানে ফেরেন দিপক হুদা।

এরপর হারপিতকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান লোকেশ রাহুল। ৫৭ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৯১ রান করেন রাহুল। ১৭ বলে ২৫ রান করেন হারপিত।

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সদের বেঙ্গালুরুকে ১২০ বলে ১৮০ রান করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল