গোলাপগঞ্জের হাফিজুর রহমান নীলফামারীর ডিসি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

গোলাপগঞ্জের হাফিজুর রহমান নীলফামারীর ডিসি

গোলাপগঞ্জ প্রতিনিধিঃঃ গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জানা যায় হাফিজুর রহমান চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ গ্রামের মরহুম মইজুর রহমান চৌধুরীর ছেলে । তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমীর একজন মেধাবী ছাত্র ছিলেন। হাফিজুর রহমান চৌধুরী ভূমি মন্ত্রির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সিলেট বিভাগীয় সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। হাফিজুর রহমান চৌধুরী মুঠোফোনের এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার (১১জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে জানানো হয়েছে।

সিদি/১২জুন ১৯/জুনেদ