গোলাপগঞ্জে সরকারি জমি দখল করে মাছের খামার, ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

গোলাপগঞ্জে সরকারি জমি দখল করে মাছের খামার, ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে সরকারি জমি দখল করে মাছের খামার ও সরকারি কাজে বাধা দেওয়ায় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

বুধবার (২৭ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পূর্বপাড়া বদলখা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

দণ্ডিতরা হলেন- মৃত আহমদ আলীর ছেলে মো. চেরাগ আলী (৬২), মো. ইছাক আলী (৬০), সুপার আহমদ (৫০), রুহেলা বেগম (৪৫)।

সরকারি খাস জমিতে মাছের খামার করা ও কৃষিজমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অভিযোগে ভূমি কর্মকর্তারা পরিদর্শনে গেলে দখলদাররা তাদের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

পরে ঘটনাস্থলে গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ মোবাইল কোর্ট পরিচালনা করে চেরাগ আলীকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারায় ৫০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে, ইছাক আলী, সুপার আহমদ ও রুহেলা বেগমকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারিকে লাঞ্ছিত করার অভিযোগে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, ’সরকারি জায়গা দখল করে ফিসারী খনন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করে আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল