১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
আব্দুল আহাদ গোলাপগঞ্জ থেকেঃ গোলাপগঞ্জ উপজেলার কিছমত মাইজভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মরহুম তাহের আলী বীর বিক্রম এর পরিবারকেন
তুন ঘরের চাবি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে এরিয়া সদর দপ্তর সিলেটের অর্থায়ন ও তত্ত্বাবধানে গৃহ’টির নির্মাণ কাজ সম্পন্ন শেষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মরহুম তাহের আলীর সহধর্মিনী পিয়ারা বেগম এর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন মেজর মাহমুদুল হাসান, পিএসসি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরণের মানবিক কার্যক্রম সহায়তা চলমান রাখবে। সেনাবাহিনীর এহেন দেশসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৭১ এর রণাঙ্গনে জীবনকে বাজী রেখে পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বীরত্ব দেখিয়েছিলেন তাহের আলী বীর বিক্রম। স্বাধীনতার মাস ডিসেম্বরে ক্যাপ্টন তাহের আলী বীর বিক্রমের পরিবারকে বাংলাদেশ সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গৃহ দান করায় গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান মেজর মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D