গোলাপগঞ্জ উপজেলা যুবদলের মতবিনিময় সভা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা কর্তৃক সাংগঠনিক প্রতিনিধি টিমের সাথে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার বিকেলে গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সদস্য আলী আহমদ আলম, মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ বলেন, দেশ আজ এক কঠিন সংকটময় মুহুর্ত অতিবাহিত করছে। গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে আজ নিশ্চিন্ন করার লক্ষ্যে সরকার খালেদা জিয়াকে কারান্তরিন করে রেখেছে। দেশের এই সংকটময় মুহুর্তে যুব সমাজকে জেগে উঠতে হবে। যুগ্য নেতৃত্বকে খোজে বের করতেই সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু সহ আমরা তৃণমূল জুড়ে প্রতিনিধিদের মাধ্যমে সিলেট জেলা যুবদল সকলের মতামত সংগ্রহ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলকে সুসংগঠিত করা হবে। তাই সকল মতবিরোধ ভুলে সবাইকে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সম্মেলন সফলে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাই। সভায় গোলাপগঞ্জ উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল