গোলাপগঞ্জ বুধবারী ইউপি আওয়ামী লীগের পথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

গোলাপগঞ্জ বুধবারী ইউপি আওয়ামী লীগের পথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবেন্দ ৭ই মার্চকে কেন্দ্র করে বিভিন্ন রাস্তা ও বাজার প্রদক্ষিণ শেষে চন্দর -সুনাম পুর ব্রীজের উপরে পথসভা অনুষ্টিত হয়।
উক্ত পথসভায় সাহেল মাহমুদ এর সভাপতিত্বে ও একে এম শামছ উদ্দিন এর পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা এম জেড এম আলম। আরো বক্তব্য রাখেন সাহেল মাহমুদ, একে এম শামছ উদ্দিন, তাহিদ আহমদ বাদল,হেলাল আহমদ,ফক্কু মিয়া, কয়েছ আহমদ।
অন্যনাদের মধে উপস্থিত ছিলেন ছয়ফুল আলম দুল,শাহিন আহমদ,জাকার আহমদ, হাসান আহমদ, আহমদ,আরিফ আহমদ জিল্লু, লায়েক আহমদ,আবুল কালাম রাহেল, মাজেদ আহমদ,সুজেল আহমদ,রেদওয়ান আহমদ, হাসান  আহমদ,বাবুল আহমদ,হাসান আহমদ (২),আবু সুফিয়ান, জামাল উদ্দিন, সামাদ আহমদ, জাবেদ আহমদ, জুনেদ আহমদ,ইউনুস  আহমদ,মারজান আহমদ,জাহাঙ্গীর আহমদ,সুন্নাহ্ আহমদ, মাসুক আহমদ,ফয়ছল আহমদ,নাজিম উদ্দিন, আশরাফ আহমদ,মুন্না আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল