২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক
এবার বছরের অধিকাংশ পুরস্কার হাত ফসকে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাকে ও লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফা-২০২০ বর্ষসেরা পুরস্কার নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।
তবে বছরের শেষ দিকে একটি পুরস্কার জুটেছে জুভেন্টাসের পর্তুগিজ তারকার কপালে। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার পেলেন সিআর সেভেন।
২০ ডিসেম্বর রাতে পুরস্কারের ট্রফি হাতে পেলেন রোনাল্ডো।
এবার রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি, নেইমার, মোহামেদ সালাহ, সার্জিও রামোস, জর্জিও চিয়েল্লিনি, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে এবং আর্তুরো ভিদাল।
আর ফুটবলের এই ৯ তারকাকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন রোনাল্ডো।
পুরস্কারপ্রাপ্তির পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই ভক্তদের জানিয়েছেন সেই সুখবর।
ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী রোনাল্ডো লিখেছেন, ‘আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ। গোল্ডেন বুট পুরস্কার জিতে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি।’
উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামের একটি সংগঠন ২৮ বছরের বেশি বয়সী সফল খেলোয়াড়দের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার প্রদান করে। রোনাল্ডোর আগে আরও ১৭ জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
তারা হলেন– রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেদভেদ (২০০৪), আন্দ্রেই শেভচেঙ্কো (২০০৫), রোনালদো নাজারিও (২০০৬), আলেসান্দ্রো দেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেসকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), জ্লাতান ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), জিয়ানলুইজি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮) ও লুকা মড্রিচ (২০১৯)।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D