গোয়াইনঘাটে এসএসসি ও সমমান পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

গোয়াইনঘাটে এসএসসি ও সমমান  পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা প্রদান করা হয়। গত ১৪ মে রোববার কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফয়সল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোয়াকুল কলেজ গভর্নিং বডির সভাপতি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সমীর চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, তোয়াকুল কলেজ গভর্নিং বডির সদস্য এম এ লতিফ, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক আব্দুল মুনিম, কলেজ গভর্নিং বডির সদস্য বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আমির উদ্দিন, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন আল আজাদ, বর্তমান ইউপি সদস্য হেলাল উদ্দিন, আব্দুল মুতলিব প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য, মুরব্বিয়ান, যুবক, তরুণ সমাজসেবী, কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষের জন্মগত অধিকার- একটি মৌলিক অধিকারও বটে। মানুষের এই মৌলিক অধিকার পূরণে যুগে যুগে দেশে দেশে চলে আসছে নানামুখী প্রয়াস। বাংলাদেশেও এধরণের প্রয়াস কম হয় নি। একটি দেশ এবং জাতির উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন, তোয়াকুল কলেজে ভর্তি হয়ে কোন শিক্ষার্থী কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হবে না বরং তাদের জন্য সম্ভাব্য সুযোগ সুবিধা থাকবে অবারিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল