গোয়াইনঘাটে সীমান্ত চুরাচালান ও পুলিশ হয়রানি বন্ধ করুন – সালাউদ্দিন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

গোয়াইনঘাটে সীমান্ত চুরাচালান ও পুলিশ হয়রানি বন্ধ করুন – সালাউদ্দিন

আবুল হোসেন :: গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার রুস্তমপুর ইউনিয়নের কুপার বাজারে রুস্তমপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব এর সভাপতিত্বে এ সীমান্ত চুরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সিমান্ত অনুপ্রবেশ সম্প্রতি ভারতীয় খাসিয়া গুলিতে বাংলাদেশী নিহত এ নিয়ে দূঃখ্য প্রকাশ করেন, সিমান্ত শৃঙ্খলা বজায় রাখতে বি,জি,বি কে নির্দেশ দেন, খেটে খাওয়া বারকী শ্রমিকদের উপর পুলিশের হয়রানি বন্দ করার নির্দেশ এবং শ্রমিকরা পাথর সংগ্রহ করতে যান্ত্রীক পদ্ধতি বন্দ করতে হবে, সনাথন পদ্ধিতে বারকি শ্রমিকরা পাথর তুলার আহবান করেন, বিছনাকান্দি কোয়ারী শিগ্রই খুলার আশ্বাস দেন। চেয়ারম্যান শাহাব উদ্দিন ইউনিয়নের সমস্যা তুলে দরেন বিশেষ করে বিছনা কান্দি কোয়ারী হঠাৎ করে বন্দ থাকায় হাজার হাজার দিন মজুর শ্রমিক পাথর ব্যবসায়ী ও ঘাড়ীর মালীক অসহায় হয়ে পড়েছেন, কোয়ারী সমস্যা সমাধানের ব্যবসায়ীদের যোগাযোগ করে সমাধানের পথ বের করার স্থানীয় চেয়ারম্যান সাহেব কে প্রধান অতিথি আশ্বাস দেন।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন অহমদ, নির্বাহী অফিসার গোয়াইনঘাট উপজেলা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জাহাঙ্গীর আলম সরদার তদন্ত গোয়াইনঘাট থানা ও রবিউল ইসলাম বি,জি,বি নায়েক সুবেদার বিছনাকান্দি সিমান্ত ফাড়ি ক্যাম্প। আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রুস্তমপুর ইউনিয়ন। মাষ্টার সামসুদ্দিন, প্রধান শিক্ষ গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়। জয়নাল আবেদিন, সাবেক বাইশ চেয়ারম্যান প্রার্থী ও সাংঘটনিক সম্পাদক গোয়াইন ঘাট উপজেলা বি,এন,পি। ইউসুব আলী সভাপতি কুপার বাজার। উদ্দিন (সাবই) ও পাবলু মিয়া, আমিনা বেগম সদস্য /সদস্যা রুস্তমপুর ইউনিয়ন। আর ও এলাকার গণ্যমান্য মুরব্বি যুব/ছাত্র সমাজ উপস্হিত ছিলেন।