১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭
কুলাউড়া প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ গ্রামে পৌছেছে জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের মরদেহ। রাত সাড়ে ১২ টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কুলাউড়ার ব্রাম্মণবাজারের কোনাগাঁও গ্রামে পৌঁছে। মরদেহ পৌঁছার পরই জানাযা ও লাশ দাফনের কাজ শুরু হয়।
এরআগেই রিপন কবর খোঁজা সম্পন্ন করে রাখা হয়। রাতে রিপনের মরদেহ গ্রামের বাড়িতে পৌছলেও পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্টস্বজন ছাড়া কাউকে কাছাকাছি যেতে দিচ্ছে না পুলিশ। ওই এলাকায় কঠোর নিরাপত্তা জোরদারের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা রয়েছে। প্রশাসনের ব্যাপক নজরদারিতে গ্রামের বাসিন্দারাও ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না।
সিলেট কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত ১০টা ১ মিনিটে রিপনের ফাঁসি কার্যকর করা হয়।
সিলেটে শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় বুধবার রাতে মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল ও দেলওয়ার ওরফে রিপনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে রিপনের ফাঁসি সিলেট কারাগারে ও বাকী দু’জনের কাশিমপুর কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মৃত্যিদন্ডের রায় প্রদান করে সিলেটের একটি আদালত।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D