গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে : মো: সারওয়ার আলম

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে : মো: সারওয়ার আলম

প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখতে পদক্ষেপ নিতে হবে। এতে করে অতি সহজেই গ্রামের ছোটখাটো বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পতি করা সম্ভব ।

তিনি রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে গ্রাম আদালতের সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

স্হানীয় সরকার সিলেটের উপ পরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে সভার শুরুতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য সংক্ষিপ্ত বর্ণনা করেন, সিলেট ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

সভায় এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তা উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক শাহিনা আক্তার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিবুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ ,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক,জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি শাহ মোহাম্মদ মুবাশ্বির,দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ,নিউ ন্যাশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি,এফআইভিডিবির প্রতিনিধি আজিম উদ্দিন,স্র্যাক এর চেয়ারম্যান কয়েছ আহমদ,এডাব সিলেটের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল