ঘরের মাঠেই ‘ভূপাতিত’ ফ্রান্স

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

ঘরের মাঠেই ‘ভূপাতিত’ ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ান ফ্রান্স।

অথচ ইতিহাস, পরিসংখ্যান ও শক্তিমত্তায় সব দিক থেকে ফেভারিট হিসেবেই বুধবার রাতে নেমেছিল ফ্রান্স।

এর আগে ফিনল্যান্ডের বিপক্ষে টানা ৮ ম্যাচে জিতেছে ফ্রান্স। আর এবারই প্রথম কোনো ম্যাচ হারল বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজের ঘরেই ‘ভূপাতিত’ হলো ফ্রান্স।

বুধবার রাতে ফরাসিদের জালে দুবার বল জড়িয়েছে ফিনল্যান্ড। আর তার একটিও শোধ করতে পারেননি এমবাপ্পেরা।

যদিও ম্যাচে আধিপত্য বেশি দেখিয়েছে ফ্রান্সই। তবে গোলের খেলায় হেরে গেলেন তারা।

ম্যাচে একের পর এক আক্রমণ করে গেছেন ফ্রান্সের ফরোয়ার্ডরা। কিন্তু ফিনল্যান্ডের জালে একবারও বল জড়াতে পারেনি।

উল্টো ম্যাচের ২৮ মিনিটের সময় মার্কাস ফর্স এবং ৩১ মিনিটে অনি ভালাকারির গোলে ২-০ তে এগিয়ে যায় ফিনল্যান্ড।

দ্বিতিয়ার্ধে নেমে শত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ফ্রান্স।

ফিনল্যান্ডের কাছে এই পরাজয়ের গ্লানি নিয়েই শনিবার রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবেন তারা।

ম্যাচ হাইলাইটস দেখুন –

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল