ঘরের মাঠে সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সা

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

ঘরের মাঠে সেভিয়ার কাছে হোঁচট খেল বার্সা

স্পোর্টস ডেস্ক

নতুন কোচ রোনাল্ড কোম্যানের ছকে দারুণ সূচনা করেছিল বার্সেলোনা।

লিওনেল মেসি ও তরুণ ফরোয়ার্ড আনসু ফাতির সঙ্গে জম্পেশ জুটি বেঁধেছিলেন।

প্রস্তুতির তিন ম্যাচে জয়সহ লা লিগার নতুন মৌসুমে টানা পাঁচ ম্যাচ জিতেছিল বার্সেলোনা।

কিন্তু তৃতীয় ম্যাচে ঘরের মাঠে এসেই হোঁচট খেল দলটি। কোনোমতে ড্র করে হার এড়িয়েছেন কোম্যানের শিষ্যরা।

রোববার রাতে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই গোলের দেখা পায় দুদল। কিন্তু এর পর শেষ মুহূর্ত পর্যন্ত আর জালের দেখা পায়নি দুদলের কেউই।

১-১ ব্যবধানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসি-গ্রিজম্যানদের।

ঘরের মাঠেই এমন হোঁচটে সন্তুষ্ট হতে পারেননি বার্সা সমর্থকরা।

রোববার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলটি করে সেভিয়ার লুক ডি ইয়ং। সুসোর বাড়ানো ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি বার্সার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। সেই বল ধরে বার্সার জালে মৌসুমের প্রথম গোল প্রবেশ করান লুক ডি ইয়ং।

এর মাত্র ২ মিনিটের মধ্যেই বার্সেলোনাকে সমতায় ফেরান ফিলিপ্প কুতিনহো। লিওনেল মেসির শট ফেরায় সেভিয়া ডিফেন্ডার। কিন্তু ভুল করে বল কুতিনহোর পায়ে দিয়ে দেন সেভিয়া ডিফেন্ডার হেসুস নাভাস। সহজ সুযোগ হাতছাড়া করেননি এ ব্রাজিলিয়ান তারকা।

এর পর ৮০ মিনিটের বেশি সময় ধরে শুধু ফরোয়ার্ডদের ব্যর্থতা ও গোল মিসের মহড়া দেখা গেছে দুদলের।

ফলে দুদলই নতুন মৌসুমে নিজেদের প্রথম ড্র নিয়ে মাঠ ছাড়ে।

এই ড্রয়ের পর ৩ ম্যাচে ২টি জয় ও ১টি ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭। একই পয়েন্ট সেভিয়ারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকায় বার্সার অবস্থান ৫ ও ছয় নম্বরে রয়েছে সেভিয়া। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

তথ্যসূত্র: গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল