ঘুরে দাঁড়াল বার্সেলোনা, শীর্ষস্থান হারাল সোসিয়েদাদ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

ঘুরে দাঁড়াল বার্সেলোনা, শীর্ষস্থান হারাল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক :;
একের পর এক ম্যাচে হেরে সমর্থকদের হতাশ করেই চলেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

অবশেষে বুধবার রাতে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেল বার্সেলোনা।

যদিও শুরুতে পিছিয়ে পড়ে সমর্থকদের সেই হতাশায় ডুবিয়েছিলেন মেসিরা। তবে তা ৪ মিনিটের বেশি স্থায়ী হয়নি সেই হতাশা।

ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসের গোলে লিড নেয় সোসিয়েদাদ। ৩১ মিনিটে বার্সাকে সমতা এনে দেন জর্ডি আলবা।

বিরতির মিনিটখানেক আগে সোসিয়েদাদের জালে ফের বল জড়ায় বার্সেলোনা।

আলবার ক্রস থেকে গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিলেও পরে ভিএআরের সাহায্যে বার্সাকে সবুজ সংকেত দেন রেফারি।

ফলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মেনে সমতায় ফিরতে উদগ্রীব হয়ে ওঠে রিয়াল সোসিয়েদাদা। বার্সার গোলপোস্ট বরাবর বেশ কিছু জোড়াল শটও মারে সোসিয়েদাদের স্ট্রাইকাররা। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের দুর্দান্ত সেভে রক্ষা পায় বার্সা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এই জয়ে অস্টম স্থান থেকে এক লাফে টেবিলের পাঁচে উঠে এসেছে বার্সেলোনা।

অন্যদিকে হারের জন্য চরম মূল্য দিতে হয়েছে সোসিয়েদাদকে। শীর্ষস্থান হারিয়ে টেবিলের দুইয়ে নেমে এসেছে তারা।

এদিকে দলের এই জয়ে যারপরনাই খুশি বার্সা কোচ কোম্যান।

ম্যাচ শেষে সাবেক ডাচ্ তারকা মেসিদের দলের প্রশংসায় বলেন, ‘প্রথমার্ধটা অসাধারণ ছিল। আমরা আরও গোল পেতে পারতাম। আমরা প্রবল আক্রমণাত্মক ছিলাম। আমার ছেলেরা সোসিয়েদাদকে প্রচুর চাপে রেখেছে। বল কেড়ে নিয়েছে। সবমিলিয়ে জয়টা আমাদের পাওনা ছিল।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল