ঘুষের টাকা নেওয়ার সময় ধরা পড়লেন উপজেলা খাদ্য কর্মকর্তা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

ঘুষের টাকা নেওয়ার সময় ধরা পড়লেন উপজেলা খাদ্য কর্মকর্তা

নিউজ ডেস্ক:
মো. ইলিয়াস হোসেন, খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক রাইস মিল মালিকের কাছ থেকে ঘুষের এক লাখ টাকা নেয়ার সময় হাতেনাতে তাকে আটক করে দুদক কর্মকর্তারা।

দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বলেন, কাজ পাইয়ে দেয়ার কথা বলে রাইস মিল মালিক কামরুজ্জামানের কাছে সাড়ে সাত লাখ টাকা দাবি করেন ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। বিষয়টি কামরুজ্জামান দুদককে অবহিত করেন। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার কামরুজ্জামানের কাছ থেকে টাকা নেয়ার সময় মো. ইলিয়াস হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল