চট্টগ্রামের বিপক্ষে ব্যাট করছে রংপুর

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

চট্টগ্রামের বিপক্ষে ব্যাট করছে রংপুর

স্পোর্টস ডেস্কঃঃ    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে রংপুর রাইডার্স।

বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর।চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস আগের সাত ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, নাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শেহজাদ, নজিবুল্লাহ জাদরান, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, রবি ফ্রাঙ্কলিংক, রবিউল হক, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ ও ইয়াসির আলী।

ইমা/১৪/১২/১৯

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল