চন্দ্রবিন্দু ফুটবল ফেস্টিভাল উদ্বোধন ও টফি উম্মোচন

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

চন্দ্রবিন্দু ফুটবল ফেস্টিভাল উদ্বোধন ও টফি উম্মোচন

চন্দ্রবিন্দু ফুটবল ফেস্টিভাল উদ্বোধন ও টফি উম্মোচন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির দুদুমিয়া (চেয়ারম্যান লেটস ফুটবল ) হাজী গুলজার আহমদ, কবির খান ও করিম খান (পরিচালক চন্দ্রবিন্দু), শাহ শামসুজ্জামান জুবের (পরিচালক ঠান্ডা গরম), শাহাদত করিম চৌধুরী (পরিচালক জাবির মেটাল), সাদিকুর রহমান সাদিক (পরিচালক রঙ্গন হোম ফার্নিচার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মুনিম কাউন্সিলর 14 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। আরো উপস্থিত ছিলেন জাবেদ আহমদ (সিনিয়র মার্কেটিং ম্যানেজার চন্দ্রবিন্দু), মুহিবুর রহমান আবু, রাহেল আহমদ , আরাফাত, রিয়াদ, হোসেন আহমদ সাদ, বাদশা,জিসান, হাদি।
আয়োজনে শাকিল, মেহেদি, সাগর ও সুফিয়ান আহমদ পাপ্পু, ভেন্যু -লেটস ফুটবল মহাজন পট্টি সিলেট,

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল