২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
অনলাইন ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম থেকে চলতি ট্রেনে ওঠার সময় রেললাইনে পড়ে গিয়ে তোয়াকুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের চাকার আঘাতে তোয়াকুল মিয়া বাম হাত ও বাম পা মারাত্মক জখম হয়।
দুর্ঘটনার শিকার তোয়াকুল মিয়া জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে উনার বাম হাত ও বাম পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অস্ত্রোপচারের মাধ্যমে উনার ক্ষতিগ্রস্ত হাত পা কেটে ফেলতে হতে পারে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টেশন মাস্টার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় দৌঁড়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তোয়াকুল মিয়া। এ সময় ট্রেনের হাতল থেকে হাত ফসকে গেলে ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান তিনি। চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধের বাম হাত ও বাম পা থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্টেশনে অবস্থানরত রেল স্টাফ ও স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে এক বৃদ্ধ লোক চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় ট্রেনের দরজার হাতল থেকে হাত ফসকে গিয়ে তিনি প্ল্যাটফর্ম ও রেললাইনের মধ্যে ছিটকে পড়েন। এতে চলন্ত ট্রেনের আঘাতে ওই বৃদ্ধের বাম হাত-পা থেঁতলে যায়
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D