১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
চাকুরি রাজস্বকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা। রোববার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও সদরের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন একত্রে অবস্থান কর্মসূচী পালন করে। উল্লেখ্য, সিএইচসিপিদের চাকুরী রাজস্বকরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বারবার আশ্বাস প্রদান করার পরও এমনকি ২০১৩ ইং সালের ১৯শে সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) চিঠি প্রদান করে রাজস্বকরণের নীতিগত সিদ্ধান্তের কথা জানান কিন্তু অদ্যাবধি তার বাস্তবায়ন ঘটেনি। পরবর্তীতে সরকার কমিউনিটি ক্লিনিককে ট্রাস্টে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু করণে সিএইচসিপিরা আন্দোলন করে তা স্থগিত করে। পরে স্বাস্থ্যমন্ত্রীও তাদেরকে রাজস্বকরণের আশ্বাস প্রদান করেন কিন্তু এখন পর্যন্ত কোন বাস্তবায়ন না দেখে এবং সরকারের মেয়াদ শেষ পর্যায়ে থাকায় আন্দোলন ছাড়া দাবি আদায়ের আর কোন উপায় না দেখে কেন্দ্রীয় কমিটি লাগাতার কর্মবিরতী ও পরবর্তীতে আমরণ অনশনের ডাক দেয়। উক্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জের সিএইচসিবি এসোসিয়েশন সভাপতি লিটন চক্রবর্তী, জেলা সভাপতি মো. তানজিম মিয়া, সদর সভাপতি জিয়াউর রহমান শামীম, হামিদুল হক চৌধুরী, রিপন চন্দ্র দে, রুমেল আহমদ, শিপ্রা চক্রবর্তী, ডলি রানী সরকার, আকলিমা আক্তার, রাজন মহবুব, নাসির উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D