২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::
আসন্ন শারদীয় ুর্গাপূজার আগে চা শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাশেীয় চা সংসদ এর মজুরী বৃদ্ধির চুক্তি সম্পাদনের াবীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৩টি চা বাগানসহ জেলার বিভিন্ন চা বাগানে একযোগে ুই ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে সাড়ে ১১ টা পর্যন্ত সকল বাগান অফিসের সামনে চা শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মবিরতি পালন করে। আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে ও চা শ্রমিক উত্তম কৈরীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা সজল কৈরী, জনার্ধন লোহার, সঞ্চয় চৌহান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বাগান অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশীয় চা সংসদ কর্তৃপক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে শ্রমিকদের মজুরী বৃদ্ধির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা টালবাহানা করে মজুরী বৃদ্ধির চুক্তি সম্পাদনে বিলম্ব করছে। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে নতুন মজুরী ও বোনাস বৃদ্ধি করতে হবে। মানববন্ধনে আলীনগর চা বাগানের সকল শ্রমিকরা অংশগ্রহন করেন।
অপর দিকে, ূর্গা পুজার আগে বেতন বৃদ্ধি ও বোনাস পরিশোধের াবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় দিনে আজও কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার উপজেলার ২৬ টি চা বাগানে শ্রমিকরা ুই ঘন্টার কর্মবিরতি পালন করলেও বুধবার (৭অক্টোবর) তারে সাথে আরো ১৪টি বাগান শ্রমিকরা কর্মবিরতিতে যোগ দেয়।
ভাড়াউড়া, ফুলছড়া, কেজুরিছড়া, রাজঘাট, আমরাইলছড়া, জাগছড়া চা বাগানসহ উপজেলার ৪০টি চা বাগান শ্রমিকরা মজুরী বৃদ্ধির াবীতে আ›োলনে নেমেছে। এনিয়ে চা শ্রমিক আন্দোলনে শ্রীমঙ্গলের চা বাগানগুলো এখন উত্তাল হয়ে উঠেছে।
১শ’ ২ টাকা থেকে ৩শ টাকা মজুরী বৃদ্ধিসহ ূর্গা পূজার আগেই চা শ্রমিকরে নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের াবীতে চা শ্রমিকরা আ›োলন চালিয়ে যাচ্ছে।
ফিনলে চা বাগানের চা শ্রমিক ঊমা হাজরা বলেন, ১শ’ ২ টাকা মজুরী দিয়ে আমরা চলতে পারি না, বাচ্চা কাচ্চাদের ভালো কিছু খাওয়াতে পারিনা’। এজন্য তিনি ‘হাজিরি মজুরী’ বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, এ বছর চায়ের াম প্রায় দ্বিগুন বেড়েছে। কিন্তু মালিকরা শ্রমিকরে সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মজুরী বাড়ছে না।
ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, াবী বাস্তবায়নে আমরা মালিকরে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। আজ আন্দোলনের দ্বিতীয় দিন, াবী আায় না হলে কাল শহরে বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচী দেয়া হবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D