চিকিৎসকদের বিচারের দাবিতে ওসমানী মেডিকেলে মানববন্ধন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

চিকিৎসকদের বিচারের দাবিতে ওসমানী মেডিকেলে মানববন্ধন

নিজ্বস্ব প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল চিকিৎসকদের বিচারের দাবিতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী চিকিৎসকগণ। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরও এতে অংশ নেন। বুধবার (২১ আগস্ট) দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন,’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওসমানী হাসপাতালের বিভিন্ন চিকিৎসক বিতর্কিত ভূমিকা পালন করেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর আগ মুহুূর্ত পর্যন্ত প্রত্যক্ষভাবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা। ফ্যাসিবাদের পক্ষ হয়ে কলেজের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধানসহ চিকিৎসকগণ ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান করেও তাঁরা স্বপদে বহাল রয়েছেন। এতে আন্দোলনে শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। এসময় তাদের দ্রুত বিচারের দাবি জানান তাঁরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল