চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে তিন মাদককাবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- হবিগঞ্জের চুনারুঘাটের চিমটির বিলখাষ এলাকার মো. কাজল মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া, বাহুবলের জাদবপুর এলাকার মৃত জিতু মিয়ার ছেলে মো. ফয়েজ মিয়া এবং একই উপজেলার হাসনাবাদ এলাকার আব্দুল মঈজের ছেলে মো. শফিক আহম্মেদ।

বৃহস্পতিবার (২৪ জুন) বেলা দেড় টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামস্থ চুনারুঘাট টু আসামপাড়াগামী ভূইচড়াপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯।

শুক্রবার (২৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন।

তিনি জানান, আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল