চুনারুঘাট থেকে গাঁজাসহ আটক কারবারি কারাগারে

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

চুনারুঘাট থেকে গাঁজাসহ আটক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম রজব আলী ( ৪০)। তিনি পানছড়ি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

আজ বৃহস্পতিবার ( ২৪ জুন ) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে তাকে চুনারুঘাটের আমতলী বাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, রজব আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কারে জব্দকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আর কারগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল