চোরাই গরু বিক্রি করতে গিয়ে যুবক আটক

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

চোরাই গরু বিক্রি করতে গিয়ে যুবক আটক

নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে চোরাই গরু বিক্রি করতে গিয়ে এক যুবককে আটক করেছে জনতা। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান একটি গরু নিয়ে আউশকান্দি বাজারের শাহ জালাল মাংসের দোকানের পরিচালক লয়লুছ মিয়ার কাছে বিক্রি করতে যায়। সে গরুর দাম ১৫ হাজার ৩শ টাকা নির্ধারন করলে মাংস দোকানের মালিক তার এই মূল্য সাধরে গ্রহন করেন। এক পর্যায়ে মালিক লয়লুছ মিয়া রশিদ চাইলে সে রশিদ দেখাতে পারেনি। এতে সন্দেহ হলে তাকে আটক করে ইউপি সদস্য খালেদ আহমেদ জজকে খবর দেন পরে তিনি গরুর মালিককে খবর দিলে সাথে সাথেই গরুর মালিক ঘটনাস্থলে এসে গরুটি তার বলে সনাক্ত করেন। পরে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে খবর দিলে তিনি ওই গরু চোরকে তাহার জিম্মায় নিয়ে যান।