ছাতকে আ’লীগ নেতা আবরু মিয়ার মৃত্যুতে আজমল হোসেন সজল’র শোক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

ছাতকে আ’লীগ নেতা আবরু মিয়ার মৃত্যুতে আজমল হোসেন সজল’র শোক

বৃহত্তর ছাতকের প্রবীণ মুরুব্বি ও সালিশ ব্যক্তিত্ব, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ব্যবসায়ী আলহাজ্ব আবরু মিয়া তালুকদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল।

এক শোকবার্তায় তিনি বলেন, আবরু মিয়া তালুকদার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হলো।

শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ, শুক্রবার ভোর রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের প্রথম নামাজের জানাজা দুপুর ২ টা ১৫ মিনিটে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) ও দ্বিতীয় জানাজা বিকাল ৪ টায় বারকাহন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।