১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২
ছাতক প্রতিনিধি :: মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, লাফার্জ-হোলসিম কোম্পানি ছাতকের ব্যবসায়ীদের পথে বসিয়েছে। তাদের সাথে ব্যবসায়ীক সকল সম্পর্ক ছিন্ন করতে হবে আমাদের। কেউ-কেউ লাফার্জের সাথে ব্যবসা করবেন আবার আন্দোলন ও করবেন তা হবেনা। আমাদেরকে ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে।
ছাতকে লাফার্জ-হোলসিম কোম্পানি কর্তৃক খোলা বাজারে ক্রাসিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতক ব্যবসায়ী -শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ছাতকের ব্যবসায়ীরা তাদের ব্যবসা হারিয়ে সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা করতে শুরু করেছেন এবং কেউ -কেউ ব্যবসা খুঁজে বেড়াচ্ছেন।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে ছাতকের অতীতের ব্যবসা-বাণিজ্য ফিরিয়ে আনতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যরিষ্ট্রার এম এনামুল কবির ইমন বলেন,ছাতক প্রাচীন কাল থেকেই একটি ব্যবসায়ীক শহর।ঐতিহ্যগত বাণিজ্য এলাকা ছাতকের ব্যবসা লাফার্জ-হোলসিম নষ্ট করে দেবে তা মেনে নেয়া যায় না। প্রয়োজনে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে এর সমাধান করা হবে।
সভায় ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন,লাফার্জ-হোলসিম ও ব্যবসায়ী পক্ষদের নিয়ে ছাতক,সুনামগঞ্জ বা যে কোন সুবিধা জনক স্থানে বসে আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে। এ ব্যাপারে কোনো হটকারী সিদ্ধান্ত নেয়া যাবেনা। শুক্রবার কিবরিয়া কমিউনিটি সেন্টারে ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বারের পরিচালক ও ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমেদ শাখাওয়াত চৌধূরী সেলিমের সভাপতিত্বে ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধূরী, ছাতক পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সিলেট চেম্বার এন্ড কমার্সের পরিচালক ফাহিম আহমদ চৌধূরী,মুজিবুর রহমান মিন্টু, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধূরী, কোম্পানিগঞ্জ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল,ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ইলিয়াস মিয়া চৌধূরী, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারি অরুন দাস, কোম্পানিগঞ্জ লাইমস্টোন সমিতির সভাপতি নাজিম উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, বিল্লাল আহমদ, অদুদ আলম,সাইফুল ইসলাম, ব্যবসায়ী হাজী সৈয়দ আহমদ, হাজী ফজলুর রহমান, জয়নাল আবেদিন তালুকদার ধলা মিয়া,আব্দুল হাই আজাদ,আব্দুল মমিন চৌধূরী,হাজী আবুল হায়াত,আব্দুল জলিল,হাজী আব্দুস সামাদ,হরিদাস রায়,হাজী মুহিবুর রহমান, শাহীন আহমদ চৌধূরী,হাজী নিজাম উদ্দিন, এস জামান,হাজী উস্তার আলী, কামাল উদ্দিন, মাহতাব উদ্দিন, ইলিয়াস মিয়া,মিলন সিংহ, হাজী মিফতা আহমেদ, কাজী আনু মিয়া,সাইদুল হক মধু, সালেহ আহমদ,হাজী এখলাছ খান,সাদিক মিয়া তালুকদার, ইশতিয়াক তানভীর, ইসলাম উদ্দিন,ওয়ারিছ আলী, নজরুল চৌধূরী,আলমগীর তালুকদার, মোহাম্মদ আলী, জাহেদ আহমদপ্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা দ্বীন মোহাম্মদ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D