১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে একটি ভাঙ্গা কালভার্টের কারণে লাখো মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে। পুরাতন কালভার্ট ভেঙ্গে নতূন কালভার্ট তৈরি করতে ইতোমধ্যে প্রায় ৫মাস অতিবাহিত হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের। পুরো কালভার্ড তৈরি করতে আর কত মাস সময় লাগবে এর কোন হিসেব মিলছেনা। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকেও খোঁজে পাওয়া যাচ্ছেনা এলাকায়। ফলে লাখো মানুষের দূর্ভোগ আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন ভূক্তভোগি জনসাধারণ।
জানা যায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর-দোলারবাজার হয়ে লামা রসুলগঞ্জ পর্যন্ত একটি সড়ক রয়েছে। এক সময় এ সড়কটি আবুল খয়ের সড়ক নামে নামকরণ করা হয়। এ সড়কের সাথে সংযোগ রয়েছে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, দোলারবাজার, দক্ষিণ খুরমা, ভাতগাঁও, সিংচাপইড়সহ জগন্নাথপুরের লাখো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। গত দুইবছর আগে জালালপুর-দোলারবাজার পর্যন্ত আরসিসিসহ প্রায় সাড়ে ১০ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ পায় মেসার্স আকবর আলী কনট্রাকশন নামের দোয়ারাবাজারের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। খানাখন্দে ভরপুর সড়কটিতে যানচলাচল একেবারে অনুপযোগি হয়ে পড়েছিল। তখন মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করে। দীর্ঘদিন পরে হলেও রাস্তায় সংস্কার কাজ শুরু হলে এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তার সংস্কার কাজ, কার্পেটিং হলেও মানুষজন প্রতিবাদ করে কোন সফলতা পায়নি। প্রায় ৬ কোটি টাকার এ কাজের সাথে ধরা হয় সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের কাছে রত্নানদীর (বর্তমান খাল) উপর পুরাতন কালভার্ট ভেঙ্গে নতূন কালভার্ট তৈরির। সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার পর চলতি ২০২২ সালের জানুয়ারী মাসে পুরাতন কালভার্ট ভাঙ্গা শুরু হয়। যানচলাচলের বিকল্প রাস্তা তৈরি না করে নিজেদের খেয়াল খুশিতে কালভার্ট ভাঙ্গা শুরু করলে স্থানীয় সচেতন মহল ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে তিনদিন কালভার্ট ভাঙ্গা বন্ধ ছিল। তখন ওই কালভার্টের উপর বালি ভর্তি বস্তা দিয়ে মানুষজন ও ছোট ছোট যানবাহন চলাচল করেছিল। কিন্তু কিছু স্বার্থান্বেষিদের সাথে আতাত করে টাকা পয়সার বিনিময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান রাতের আধাঁরে কালভার্টের উপরের অংশ ভেঙ্গে ফেলে। যে কারণে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। দক্ষিণ ছাতকের লাখো মানুষ রত্নানদী (বর্তমান খাল) পায়ে হেটে পার হয়ে গন্তব্যে যাওয়া ছাড়া বিকল্প নেই। এখন ওই খালে পানি। এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সুস্থ্য অসুস্থসহ সব শ্রেনি পেশার মানুষ। বিষয়টি দেখার যেন কেউ নেই।
এদিকে, দুই মাসের মধ্যে নতূন কালভার্ট তৈরি করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্ড ভাঙ্গতে সময় লেগেছে তিন মাস। নতূন কালভার্টের কাজ ধীরগতিতে শুরু হলে সম্প্রতি উজানের ঢল ও টানা বৃষ্টির ফলে দেখা দেয় এখানে বন্যা। এ সুযোগে নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজন কাজ বন্ধ করে চলে যায়। বর্তমানে রত্নানদী (বর্তমান খাল) এর পানি কমতে শুরু হলেও নির্মানকারী প্রতিষ্ঠানের খোঁজ নেই। এ নির্মানাধিন কালভার্টের কারণে এ অঞ্চলের মানুষ উপজেলা এবং জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সীমাহীন দূর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের মানুষ। কয়েক মাস ধরে মানুষের দূর্ভোগ পুহাতে যখন কোন জনপ্রতিনিধি উদ্যোগ নেননি ঠিক তখনি স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা এগিয়ে আসে। তারা নিজেদের পকেটের টাকায় বাঁশ, কাঠ, গাছ দিয়ে তৈরি করেছে অস্থায়ী বিকল্প ব্রিজ। সামান্য টাকার বিনিময়ে পারাপার করছে ছোট ছোট যানবাহন। সাথে পারাপার হচ্ছেন মানুষ। মানুষদের কষ্ট দেখে শ্রমিকরা এগিয়ে এসে বিকল্প ব্রিজ স্থাপন করে ধন্যবাদ না দিয়ে তাদের বিরুদ্ধে অনেকেই চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।
জালালপুর সিএনজি চালিত অটোরিকশার উপ-শাখার সভাপতি সেবুল মিয়া বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। গাড়ি পারাপার করতে না পারায় কয় মাস ধরে তাদের শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। গাড়ি পারাপারতো দূরের কথা মানুষজনও পারাপার হতে পারছেন না। ২৫জন শ্রমিক মিলে নিজেদের টাকায় নিজেরাই তৈরি করেছেন অস্থায়ী বিকল্প ব্রিজ। যাতে ছোট ছোট গাড়িগুলো পারাপার হতে পারে। মানুষের দূর্ভোগ কিছুটা লাঘব হয়। তিনি বলেন, ২৫ জনের মধ্যে ১৫জন শ্রমিক ব্রিজে কাজ করার পাশাপাশি চালকদের গাড়ি পারাপারে তারা সহযোগিতা করছেন। বিনিময়ে সামান্য হারে টাকা নেয়া হচ্ছে ব্রিজ উন্নয়নের জন্য। কিন্তু এখানে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হচ্ছে। তিনি এমন মন্তব্যের তিব্র নিন্দা জানান।
পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক বলেন, গোবিন্দগঞ্জ থেকে তিনি প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা করেন। এ কালভার্ট ভাঙ্গার পর থেকে অত্যন্ত কষ্ট করে অতিরিক্ত টাকা দিয়ে তাকে যাতায়াত করতে হচ্ছে বিদ্যালয়ে। কালভার্টটি দ্রুত নির্মাণ করে মানুষের দূর্ভোগ পুহাতে সংশ্লিদের প্রতি তিনি অনুরোধ জানান।
স্থানীয় হাইলকেয়ারী গ্রামের প্রতিবন্ধী আবদুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কালভার্টের কারণে দীর্ঘদিন ধরে লাখো মানুষ যে কষ্ট করছে স্থানীয় এমপিসহ কোন জনপ্রতিনিধিরা দেখেও এগিয়ে আসছেন না।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী নুরুল আমীন বলেন, জালালপুর থেকে দোলারবাজার পর্যন্ত আরসিসিসহ সড়কের সংস্কার কাজ তিনি করেছেন। এর সাথেই ধরা ছিল রত্নানদী (বর্তমান খাল) এর উপর পুরাতনটি ভেঙ্গে নতূন কালভার্ট নির্মাণ করা। শ্রমিক সঙ্কটে পুরাতন কালভার্ট ভাঙ্গতে সময় লেগেছে। নতূন কালভার্টের কাজ শুরু হওয়ার পর বন্যার পানি এসে যায়। কাজ আপাতত বন্ধ রয়েছে। পানি কমার পর দ্রুত সময়ে বাকি কাজ সম্পন্ন করা হবে। বিকল্প রাস্তার বিষয়ে তিনি বলেন, কালভার্টের কাজের সাথে এটি ধরা নেই। যে কারণে বিকল্প রাস্তা করা হয়নি।
উপজেলা এলজিইডির প্রকৌশলী আফসার আহমদ বলেন, বন্যার পানির কারণে এখানের কালভার্ট নির্মাণ কাজে
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D