১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২২
তমাল পোদ্দার, ছাতক প্রতিনিধি :: ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পুলিন চন্দ্র রায়। আর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন প্রধান শিক্ষক আতাউর রহমান। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফজলুল করিম বকুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, মল্লিকপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, এলঙ্গী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াব। বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। এসময় আজমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাবুর রহমান মুস্তাক, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্চব আলী, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, শিক্ষক ইমরান আহমেদসহ সমিতির শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দিঘলি রাহমানিয়া মহিলা মাদরাসার সুপার জহুর আলী।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D