১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
ছাতক গোবিন্দগঞ্জ(সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: ছাতকে সরকারী সড়কের গাছ কাটা ও গাছের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অন্ততঃ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জালালপুর-লামারসুলগঞ্জ সড়কের পালপুর এলাকায় সরকারী গাছ কেটে বিক্রি করেছেন নুর মিয়া নামের এক ব্যক্তি। এ নিয়ে পালপুর আলিম মাদ্রাসা কমিটি ও এলাকার লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাদ্রাসা কমিটির দাবী সড়কের পাশের এসব গাছ বিক্রি করে বিগত দিনে মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হয়েছে। বিক্রিত গাছের টাকা মাদ্রাসা কমিটির কাছে হস্তান্তর করার জন্য বলা হলে গত কদিন ধরে নুর মিয়া ও মাদ্রাসা কমিটির মধ্যে বাক-বিতন্ডা হয়। শনিবার সকালে নুর মিয়ার পুত্র মাহবুবকে গাছ কাটার টাকা মাদ্রাসা কমিটির কাছে জমা দেয়ার জন্য বলা হলে বিষয়টি তার বাবা নুর মিয়াকে জানায়। এ নিয়ে সন্ধ্যায় নুর মিয়া ও তার পক্ষের লোকজনের সাথে মাদ্রাসার পক্ষ নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুলির ঘটনা ঘটে । প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুলিবিদ্ধ আব্দুর রকিব শাহজাহান (৫৫), এমাদুর রহমান(১৭), মিলন আহমদ(২৫), খছরু মিয়া(৩৫), এসএসসি পরীক্ষার্থী অপু মিয়া(১৭), গুরুতর আহত আব্দুল মজিদ(৩০), আবুল কালাম(২৮), হাসান আহমদ(১৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক ও স্থানীয়ভাবে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ছাতক থানার ওসি আসেক সুজা মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D