ছাতকে ৪১০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

ছাতকে ৪১০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

 

 

ছাতক প্রতিনিধি:: ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা করে বিতরন করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের মৈশাপুর বাজারে তিনটি ওয়ার্ডের হতদরিদ্র পরিবার এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো তিনটি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মধ্যে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।

সকালে অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

এসময় তিনি ২৫০ পরিবারের মধ্যে ৫০০ টাকা করে বিতরণ করেছেন।

পরে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা করে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ১৬০ হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেন।

অর্থ বিতরণকালে ইউপি সদস্য ইলিয়াছ আলী, নূর উদ্দিন আহমদ, ছায়াদ আহমদ, যুবলীগ নেতা পাবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বুধবার উত্তর খুরমা ইউনিয়নের বাকি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হবে।