ছাতক থানার ওসি আশেক সুজা মামুনের বিরুদ্ধে ঝাড়– মিছিল

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬

ছাতক থানার ওসি আশেক সুজা মামুনের বিরুদ্ধে ঝাড়– মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি::  সুনামগঞ্জের ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে থানা থেকে প্রত্যাহারের দাবিতে ঝাড়– মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার এ বিক্ষোভ, ঝাড়– মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে গোবিন্দগঞ্জবাজার মুখ হয়ে ছাতক সড়কের কেন্দ্রিয় মসজিদ থেকে স্থানীয় ট্রাফিক পয়েন্ট এলাকায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিক্ষোভ ও ঝাড়– মিছিলে ওসি মামুনের বিরুদ্ধে নানা শ্লোগনে দেয়া হয়। সভায় নেতৃবৃন্দরা উল্লেখ করে বলেন, ৬নভেম্বর গোবিন্দগঞ্জে শ্রমিক ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের মধ্যে মারামারি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ওসি কর্তৃক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের পরামর্শে শ্রমিক ইউনিয়নের দায়ের করা অভিযোগটি উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে আসামি করে ১ডিসেম্বর এফআইয়ার করা হয়েছে। ওসি আশেক সুজা মামুনকে থানা থেকে প্রত্যাহার এবং রেকর্ড করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝাড়– মিছিল বের করা হয়। থানা থেকে তাকে প্রত্যাহার করা না হলে রোববার গোবিন্দগঞ্জে ফের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মুল হক রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলু , সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ, জেলা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ গফ্ফার, ছাতক উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, জালাল আহমদ, সাহেদুজ্জামান লিয়ন, দ্বীনুল ইসলাম শ্যামল, রাসেল আহমদ, মাহবুব আহমদ, মনসুর আহমদ, জুয়েল রানা, সালমান ওয়াহিদ, আইনুদ্দিন, জুয়েল মিয়া, মমিনুর রহমান, ইকবাল হোসেন, মুজাম্মিল হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন , উপজেলা যুবলীগ নেতা ফখর উদ্দিন, দেলোয়ার হোসেন ওয়ারিছ, লোকমান হোসাইন, নুরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগের কলেজ ছাত্রলীগের আজহার খান, হাবিবুর রহমান বাবলু, নজরুল ইসলাম নাহিদ, সাইদুর রহমান, শায়েস্তা তালুকদার, মাহবুব আলম, হুসাইন আহমদ পাশা, আবদুল হাবিব জনি, কামরান আহমদ, জামিল মিয়া, সাগর আহমদ, আবু তালিব, শাফি মিয়া, সাজু আহমদ, এস কে মাহিন, মাসুম আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী, প্রমূখ ।