ছাতক পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০২২

ছাতক পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :: ছাতক পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে এ দুটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভার ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মীর খয়ছর আহমদ, সাধারণ সম্পাদক লোকমান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ছালিম আহমদ চৌধুরী লাহিন। এদিকে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধির মালাকার, সাধারণ সম্পাদক শফিউল আলম খাঁন এবং সাংগঠনিক সম্পাদক পীযুষ দাস। পৌরসভার বাগবাড়ী মহল্লার সাদমান মাহমুদ সানির বাস ভবনে পৃথক দু’সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলির সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদের পরিচালনায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুস্টিত হয়। সাব্বির আহমেদের পরিচালনায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির। এ দুটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন, ইশতিয়াক তানভীর, সদস্য নিতাই রায়, কালিদাস পোদ্দার, হাজী এরশাদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি বাবুল রায়, যুবলীগ নেতা কহিন চৌধুরী, সাদমান মাহমুদ সানি, শহিদুল ইসলাম, সুলেমান খাঁন, দুলাল মন্ডল, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।