ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে –আকরামুল হাসান

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৭

ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে –আকরামুল হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। গনতন্ত্র আজ বাকশালী শৃঙ্খলে আবদ্ধ। জাতির এই ক্রান্তিলগ্নে আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তিনি গতকাল সোমবার সিলেট বিভাগের হবিগঞ্জে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল চৌধুরীর বোনের বিয়ে উপলক্ষে হবিগঞ্জে আসেন আকরামুল হাসান। বিয়ের অনুষ্ঠান শেষে তিনি জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সদস্য সৈয়দ মুশফিক আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ তোহেল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কুহিনুর আহমদ ও আব্দুল মজিদ, সাবেক ছাত্রদল নেতা সালাহ উদ্দিন টিটু, মকসুদ আহমদ উজ্জল, ফারুক আহমদ, নরসিংদী জেলা সভাপতি নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি ফয়সল আহমদ, ১ম যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমদ হৃদয়, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান ও শাওন আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল