ছাত্রদল নেতা ফাহিম আহমদের সুস্থতা কামনা করে দরগায় মিলাদ মাহফিল ও দোয়া

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

ছাত্রদল নেতা ফাহিম আহমদের সুস্থতা কামনা করে দরগায় মিলাদ মাহফিল ও দোয়া

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম আহমদ এর রোগমুক্তি জন্য জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) বাদ আছর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জাতীয়তাবাদী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম আহমদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, আরাফাত রহমান কোকোর মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী খালেদা এর মাতার সুস্থতা জন্য দোয়া হয় এবং ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য সোলেমান খাঁ, আজাদ আহমদ, এপলো খান,আজিম আহমদ, আমির আহমদ, জাবরুল আহমদ, সাগর আহমদ, মাছুম আহমদ, লিটন আহমদ,কয়েছ আহমদ, জামিল আহমদ, হাফিজ আহমদ, জুবের আহমদ, আব্দুলাহ, হাবিবুর রহমান জামিল, এম উদ্দিন, জুয়েল আহমদ লস্কর, সুহেল আহমদ, রাসেল আহমদ, আলাউদ্দিন, রবিউল আহমদ, রনি আহমদ, আমিন, হাসান আহমদ, এম সি কলেজ নেতা সৈয়দ দিহান আহমদ, সাব্বির আহমদ পাটুয়ারি, পারভেজ আহমদ, তাজ, মাজেদুর রহমান,নাইম আহমদ, মামুনুর রশীদ, আদিল,জাহেদ আহমদ, জুনেদ আহমদ পাবেল, ফয়েজ সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল