খালেদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ বড়লেখায় বিক্ষোভ
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ছাত্রনেতা সায়েমসহ গ্রেপ্তার ৯

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

<span style='color:#077D05;font-size:19px;'> খালেদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ বড়লেখায় বিক্ষোভ</span> <br/> ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ছাত্রনেতা সায়েমসহ গ্রেপ্তার ৯

বড়লেখা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ-মিছিল করেছে দলের কর্মীরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে। এসময় মিছিলটি পুলিশ ও সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এতে ওই এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা সকলেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিকেলে ছাত্রদল নেতা ফয়ছল আহমদের নেতৃত্বে পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় মিছিল বের করে ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন-  আমান হোসেন, আব্দুল্লাহ আল সায়েম, সিপার আহমদ, মুহিবুর রহমান আসুক, আব্দুল কাদির পলাশ, মতিন আহমদ প্রমুখ। এসময় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষের ঘটনার পর পুলিশ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল সায়েম, ফয়ছল আহমদ, আমান হোসেন, সিপার আহমদ, কবির হোসেনসহ ছাত্রদলের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এদিন রাতে এসআই আকবর আলী বাদী হয়ে থানায় বিএনপি-ছাত্রদলের ২৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার এসআই স্বপন সরকার বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) রাত ৮টায় বলেন, ‘ছাত্রদল মিছিল থেকে পুলিশের উপর হামলা চালায়। এ নিয়ে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদলের ৯ জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

জেলা ও উপজেলা বিএনপির নিন্দা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক ছাত্রদলের মিছিলে পুলিশ ও সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় পৃথক নিন্দা জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি ও বড়লেখা উপজেলা বিএনপি। তারা অভিলম্বে গ্রেপ্তার হওয়া নেতার্কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।