১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদকে খুঁজতে গত রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় তার গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাকে না পেয়ে তার বড় ভাই সাইদুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। সাইদুল ইসলাম সুমন উপজেলার গ্রামতলা গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
পুলিশের একটি সূত্র জানায়, ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বিভিন্ন কার্যক্রমকে সরকারের বিরুদ্ধে চলে যায়। এ নিয়ে সরকারদলীয় নেতারা তার ওপর ক্ষুব্ধ। সম্প্রতি তার বিরুদ্ধে এক নেতা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপ্রেক্ষিতে তদন্ত করে তার বিরুদ্ধে কিছুটা প্রমাণও পাওয়া গেছে। এরপর তাকে গ্রেপ্তারে তার বাড়িতে পুলিশের অভিযান চালানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সহিদুর সোমবার (২১ অক্টোবর) বলেন, ‘আসুককে গ্রেপ্তার করতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার বড় ভাই সাইদুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। যাতে আসুক নিজে থেকে ধরা দেন।’
ছাত্র ইউনিয়ন বড়লেখা শাখার নিন্দা:
ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদকে না পেয়ে তার বড় ভাইকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বড়লেখা উপজেলা শাখার সভাপতি সুবিনয় আচর্য্য ও সম্পাদক আক্তার আহমদ। নেতৃবৃন্দ বলেন, আসুক আহমেদকে হয়রানি করা হচ্ছে। তিনি গ্রেপ্তার আতঙ্কে পলাতক। অন্যদিকে তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এটা খুবই জঘন্য কাজ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D