ছোট ভাইকে ‘হত্যা’ করে বড় বোনকে ধর্ষণ

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

ছোট ভাইকে ‘হত্যা’ করে বড় বোনকে ধর্ষণ

সিলেট প্রতিনিধি: ছোট ভাইকে হত্যা করে বড় বোনকে ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ৫ এপ্রিল সন্ধ্যায় সিলেটের বাইপাস এলাকায় ঘটেছে। ধর্ষণের শিকার কিশোরীর নাম তাহমিনা আক্তার (২৪) ও হত্যার শিকার যুবকের নাম আবু বকর (১৬)।

 

তারা দুজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিখোঁজ হওয়া বিএনপি সভাপতি ইকবাল হোসেন ফলুর (৫৫) সন্তান।

 

পুলিশ খবর পেয়ে হত্যার শিকার যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এদিকে ভাইকে হত্যা ও ধর্ষণের ঘটনায় ওই কিশোরী ক্ষোভে অপমানে ৬ এপ্রিল বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিখোঁজ হওয়া বিএনপি সভাপতি ইকবাল হোসেন ফলুর ছেলে ও মেয়ে তাদের মায়ের চিকিৎসার রিপোর্ট নিয়ে বাসায় ফিরছিলেন।৫ এপ্রিল সন্ধ্যায় সিলেটের বাইপাস এলাকায় পৌঁছামাত্র একদল সন্ত্রাসী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় তারা আবু বক্করকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় এবং তার বোনকে তুলে নিয়ে পাশের পরিত্যাক্ত ভবনে ধর্ষণ করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে কিশোরী জানতে পারেন হামলার শিকার তার ভাই মারা গেছেন। এই অবস্থায় ক্ষোভে অপমানে ধর্ষণে জড়িতদের নাম ডায়রিতে লিখে আত্মহত্যা করেন কিশোরী। কিশোরী আত্মহত্যার আগে ডায়েরিতে যাদের নাম লিখে গেছেন তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। এদিকে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়নি বলে অভিযোগ তার পরিবারের।

 

ওই কিশোরীর মা হেপি বেগম অভিযোগ আমার স্বামী নিখোঁজ, ছেলেকে হত্যা করা হল, মেয়কে ধর্ষণ করা হল। মেয়েটি আত্মহত্যা করেছে। এই অবস্থায় থানায় গেলাম। পুলিশ কোনো সহযোগিতা করছে না। উল্টো মেয়ের লেখা ডায়েরিতে ঘটনায় জড়িত তাদের নামগুলো মিথ্যা লেখা বলছে। মামলা নিতে চায়নি। কোথোও কোনো সহযোগিতা পাচ্ছি না।

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, ‘যুবককে যে জায়গায় হত্যা করা হয়েছে ওঠা সিলেট দক্ষিণ সুরমা থানায় এলাকায় পড়েছে, মামলা সেখানে করতে হবে। এছাড়া ধর্ষণের যে ঘটনায় মেয়ে আত্মহত্যা করেছে, ডায়েরিতে লিখে গেছে ওঠা তাদের পরিবারের অভিযোগ ওটা বিশ্বাস হচ্ছে না। আমরা অভিযোগ দিতে বলেছি। তদন্ত করি দেখি কি ঘটনা।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল